‘মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না’
Post Top Ad

সুনামগঞ্জে পদযাত্রা সমাবেশে নাহিদ

‘মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না’

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

২৫/০৭/২০২৫ ১৮:১৩:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এনসিপির আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা মুজিববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করেছি। মুজিববাদ এখনো নানা ছলে মাথাছাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়ে দিয়েছে। 


মুজিবাদের রাজনীতি বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। বাংলাদশেকে আর নতুন করে বিভাজিত হতে দেব না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, সংস্কারের মাধ্যমে এই ঐক্য রক্ষা করতে হবে। সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৫ জুলাই) বেলা ২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়। 


আর আগে কেন্দ্রীয় জামে সমজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্র। শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয় এনসিপির এই পদযাত্রা। 


নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলোকে আমরা আহব্বান জানাই, আপনারা দেশের স্বার্থে, গণঅভ্যুত্থানের  আকাংক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারে প্রতি সহমত হোন এবং জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন। নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। উচ্চকক্ষে পিআর এর মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে পারি। ৩ আগস্ট আমরা ঢাকায় যাচ্ছি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। 


সুনামগঞ্জ এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহব্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসলিম জারা,শামান্তা শারমিন সুনামগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক আবু সালেহ নাসিম, শহীদুল ইসলাম, যুব শক্তির কেন্দ্রীয় নেতা ইমন দোজা, সাকিব,  জিহান জুবায়ের, জহুর আলী, ফয়সাল আহমেদ,সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দ। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad