এনসিপি থেকে নীলা ইসরাফিলের পদত্যাগ
Post Top Ad

এনসিপি ‘নীতিহীন’ এবং Reject দল’

এনসিপি থেকে নীলা ইসরাফিলের পদত্যাগ

প্রথম ডেস্ক

২৮/০৭/২০২৫ ১৫:৫৫:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপিকে ‘নীতিহীন’ এবং ‘রিফিউজ (Reject) দল’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।


সোমবার দুপুরে দেওয়া পোস্টে নীলা ইসরাফিল লেখেন, "আমি নৈতিকতা বেছে নিয়েছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপির নেতৃত্বে আস্থার ঘাটতি, অনৈতিক সিদ্ধান্ত, বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের পুনর্বাসনের চেষ্টাই দলটি থেকে সরে আসার অন্যতম কারণ।"


তিনি অভিযোগ করেন, দলটির মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট মহল কর্তৃত্ব বজায় রাখছে। পোস্টে তিনি আরও বলেন, "নেতৃত্বে যখন অনৈতিক ও দুর্নীতিগ্রস্তরা জায়গা নেয়, তখন দল আদর্শহীন হয়ে পড়ে।"


এনসিপির বর্তমান গঠনতন্ত্র ও আদর্শগত অবস্থান সম্পর্কে নিজের অনাস্থা জানিয়ে তিনি বলেন, "আমি এমন কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না, যারা অপরাধীদের আশ্রয় দেয়, ন্যায়ের পক্ষে নয় বরং অন্যায়ের পক্ষ নেয়।"


স্ট্যাটাসের শেষাংশে নীলা ইসরাফিল জানান, তিনি রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন না। তবে আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের জায়গায় আপসহীন অবস্থানেই থাকবেন।


নীলা ইসরাফিলের এই ঘোষণার পর এনসিপির অভ্যন্তরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তাঁর বক্তব্যকে দলীয় নেতৃত্বের প্রতি অঘোষিত অনাস্থা হিসেবে দেখছেন।


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি নানা বিতর্কিত সিদ্ধান্ত ও কিছু আলোচিত ব্যক্তিকে দলে অন্তর্ভুক্ত করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad