কার্যনির্বাহী কমিটি বাতিল
হবিগঞ্জ চেম্বার অব কমার্সে নতুন প্রশাসক নিয়োগ

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে নতুন প্রশাসক নিয়োগ দিয়েগে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল ঘোষণা করে প্রতিষ্ঠানটির প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), হবিগঞ্জ মো. মঈনুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়, সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে এবং কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতির সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, কমিটির কার্যক্রমে সমন্বয়হীনতা ও চলমান অস্থিরতার কারণে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল না।
নিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২; সংশ্লিষ্ট বিধিমালা, ২০২৫ এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেহান উদ্দিন জানিয়েছেন।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: