কুলাউড়ায় বিএনপিতে অনুপ্রবেশকারী যুবলীগ নেতা সেন্টু বহিষ্কার

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া বিতর্কিত যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি চিঠি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর পাঠানো হয়েছে। এ চিঠির অনুলিপি দেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকীকে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: