ডাকসু নির্বাচন : ২৮ পদে মনোনয়নপত্র নিলেন ৬৫৮ প্রার্থী
Post Top Ad

ডাকসু নির্বাচন : ২৮ পদে মনোনয়নপত্র নিলেন ৬৫৮ প্রার্থী

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

২০/০৮/২০২৫ ০৬:১৩:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৬৫৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। শেষ দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯৩ জন। হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে সম্ভাব্য প্রার্থীদের। ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।


ছাত্রশিবিরের প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করবেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। বিগত সময়ে ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তিনি অংশগ্রহণ করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া জিএস পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। ঢাবি ছাত্রলীগের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কমিটিতে তাঁর পদ ছিল বলে অভিযোগ রয়েছে।


এদিকে পক্ষপাতিত্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা এক দিন সময় বৃদ্ধি করিনি‌। আপনারা দেখেছেন গতকাল শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল। ডাকসু তাদের অধিকার। সেই অধিকারটুকু যেন শিক্ষার্থীরা ভালোভাবে নিতে পারে, সে জন্যই আমরা সময় এক দিন বাড়িয়েছি। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এখানে কোনো শিক্ষার্থীর দলীয় পরিচয় নেই। এখানে কোনো প্রতীক নেই। সবাই শিক্ষার্থী পরিচয়ে মনোনয়নপত্র নিয়েছে। আমরা কোনো শিক্ষার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করিনি।’


এদিকে ডাকসু নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে প্রার্থীদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করা হয়। বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল প্যানেল ঘোষণা করেন।


সংবাদ সম্মেলনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলে শেখ তাসনিম আফরোজকে (ইমি) সহসভাপতি (ভিপি), মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক (জিএস) এবং জাবির আহমেদ জুবেলকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী করা হয়েছে বলে জানানো হয়।


এ ছাড়া ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোজাম্মেল হক, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নূজিয়া হাসিন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, ছাত্র পরিবহন সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে নাঈম উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারিয়া মতিন, ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শেখ তাসনিভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিন ইশরাক, গবেষণা ও প্রকাশনা পদে আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিরোধ পর্ষদ প্যানেলে ১২ জন নারী, তিনজন ক্ষুুদ্র নৃগোষ্ঠী এবং একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।


ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। হলের বাইরে আট কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad