নেপালকে হারিয়ে বাংলাদেশের জয়
Post Top Ad

নেপালকে হারিয়ে বাংলাদেশের জয়

প্রথম ডেস্ক

২৪/০৮/২০২৫ ২২:২৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অপরূপা বিশ্বাসরা।


বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় দুই গোলে। ৪১ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার সুযোগ কাজে লাগিয়ে থৈনু মারমা বক্সের ভেতর কোনাকুনি শটে গোল করেন। চার মিনিট পর মিডফিল্ড থেকে সাজানো আক্রমণে সুরভী আকন্দ প্রীতি নেপালের গোলরক্ষককে পরাস্ত করে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন।


বিরতির পর গোল শোধে মরিয়া ছিল নেপাল। তবে একাধিক সহজ সুযোগ নষ্ট করে তারা। ৬২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় নেপালের ফরোয়ার্ডরা।


শেষ দিকে বাংলাদেশের আক্রমণ ছিল দারুণ প্রাণবন্ত। ৮০ ও ইনজুরি সময়ে সুরভীর দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও বারে লাগে। শেষ পর্যন্ত যোগ করা সময়ে বদলি রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে তৃতীয় গোল করেন।


ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ভুটান ও নেপালকে হারালেও ভারতের বিপক্ষে হেরেছে। আবারও একই তিন দলের বিপক্ষে মুখোমুখি হবে লাল-সবুজরা। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad