যে অভিমান নুসরাত-অঙ্কুশের
Post Top Ad

যে অভিমান নুসরাত-অঙ্কুশের

প্রথম ডেস্ক

০৪/০৯/২০২৫ ১৩:২৫:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই সংবাদের শিরোনামে জায়গা করে নেয়। ভক্তদের মাঝেও প্রিয় অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের। এরকমই এক চর্চিত জুটি হলেন নুসরাত জাহান ও অঙ্কুশ হাজরা। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়।


নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে অতীতে। টলিউডের বহু তারকা জুটি ছিলেন সম্পর্কে। সে সম্পর্ক বহুক্ষেত্রে গড়িয়েছে বিয়ের পিঁড়ি পর্যন্ত।


নুসরাত-অঙ্কুশের প্রেমও ঠিক সেরকমই। বিষয়টা টলি পাড়ায় অনেকটা 'ওপেন সিক্রেট'-র মতোই। বহু ছবিতে জুটিতে কাজ করেছেন তারা। এমনকি একটা সময়, পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একই সঙ্গে দেখা যেত দুজনকে।


ইন্ডাস্ট্রির অনেকেই ভেবেছিলেন, নুসরাত-অঙ্কুশের সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু সে গুড়ে বালি। টেকেনি তাদের সম্পর্ক। হঠাৎই ভেঙে যায় প্রেম। দূরত্ব তৈরি হয় দুজনের। শুধু তাই নয়, সম্পর্ক ভাঙনের পর একে অন্যের ছায়া দেখাও যেন বন্ধ করে দেন। এমনকি নুসরাতকে বিভিন্ন সময় কটাক্ষ করতেও দেখা যায় অঙ্কুশকে।


বিষয়টি নিয়ে বরাবরই চুপ ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি 'রক্তবীজ ২' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কুশ। আবার একই ছবির আইটেম সং 'অর্ডার ছাড়া বর্ডার ক্রশ'-এ জমিয়ে নাচ করেছেন নুসরাত।


যে কারণে আরও একবার অঙ্কুশ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে। যেখানে তাকে জিজ্ঞেস করা হয় নায়কের সঙ্গে ঠান্ডা লড়াই প্রসঙ্গে।


প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে যশ পত্নী বলেন, ‘আমি কখনও বলেছি? আমরা বোধ হয় একসঙ্গে অনেকগুলো সিনেমা করেছি এবং সেই কাজটাকে আমি ভীষণভাবে সম্মান করি। সেই সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম।


আমাকে নিয়ে উল্টো দিক থেকে কেউ কিছু বললে, আমার সে বিষয় কিছু বলার নেই। দর্শকের হয়তো তাতে মজা লাগে। তবে এটা আমার শিক্ষাদীক্ষা নয়। আমি কারও ব্যাপারে মনে এত নেগেটিভিটি ধরে বসে থাকতে পারব না।’


তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad