মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী
Post Top Ad

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী

প্রথম ডেস্ক

০৬/০৯/২০২৫ ১৫:৪৯:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আজ আমরা নিজেরাই দ্বিধাবিভক্ত। কেউ মাজার ভাঙছে, কেউ লাশ পুড়িয়ে দিচ্ছে—এগুলো তো রাসুলের শিক্ষা নয়।” শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, “আজ আমরা গণতন্ত্রের চেতনা কিংবা রাষ্ট্রীয় চেতনার কথা বলি। অথচ পৃথিবীর কাছে নিদর্শন রেখে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে নিজেদের ধর্ম ও ইসলামকে কত ফেরকা, কত ফিতা, কত বিভাজনের মধ্যে ঠেলে দিয়েছি। অথচ আমাদের মহানবী ছিলেন ঐক্যের প্রতীক।”


তিনি আরও বলেন, “যে মহামানবকে নিয়ে আজ মিলাদ ও আলোচনার আয়োজন করা হয়েছে, তার জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত বলা আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য কঠিন। তিনি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বাণী সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন এবং তার জীবন ছিল অনুপম দৃষ্টান্ত। তার চারিত্রিক বৈশিষ্ট্যের সামান্য অনুকরণ যদি আমরা করতাম, তবে এই দেশ থেকে অন্যায়-অনাচার, হানাহানি, রক্তারক্তি সব বন্ধ হয়ে যেত।”


বিএনপির এই নেতা বলেন, “যিনি আমাদের মডেল, যিনি আদর্শের প্রতীক—তাকে আমরা অনুসরণ করি না, অনুকরণও করি না। এটাই মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।”


মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad