রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিলেন ফারিয়া
Post Top Ad

রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিলেন ফারিয়া

প্রথম ডেস্ক

০৬/০৯/২০২৫ ১৬:৪৪:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। বাংলাদেশের তারকাদের, বিশেষ করে নারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রলের শিকার হতে হয়। অন্য দশজন তারকার মতো শবনম ফারিয়া সব মুখ বুজে সহ্য করেন না। নেটিজেনদের সমালোচনার জবাব দিতেও দ্বিধা করেন না তিনি। শুধু ব্যক্তিজীবন নয়, রাজনীতি নিয়েও কথা বলেন শবনম ফারিয়া। সরকারের কাজ পছন্দ হলে প্রশংসা করেন, আবার পছন্দ না হলে সমালোচনা করেন। সেজন্য অনেকেই তার রাজনৈতিক অবস্থান জানতে আগ্রহী।

 

রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়ে  আজ (৬ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,  ‘‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না।’’


এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘‘আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। বরং বলতে পারেন ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে।’’


দীর্ঘ ওই পোস্টে ফারিয়া উল্লেখ করেছেন, ‘‘ ‘জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলোর জন্য নিজে কোনোভাবেই দায়ী নই। যেমন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে যা-ই লিখি, কিছুক্ষণ পর দেখি সেটা খবর হিসেবে ছাপা হচ্ছে! প্রথমে হাসাহাসি করতাম, পরে বিব্রতবোধ হতো, আর এখন যেহেতু নিয়মিত অভিনয় করি না তাই “Who cares?” মুডে ঢুকে গেছি। কিন্তু কিছু ঘটনা থাকে, যেগুলো শুধু বিব্রতকর না, বিরক্তিকরও বটে! বিশেষ করে, জোর করে আমাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা।’’


অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চান বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ব্যস্ত থাকতে চান নিজের অভিনয় আর চাকরি নিয়ে।  ফারিয়া লিখেছেন, ‘‘অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা আমার কখনোই ছিল না। তা না হলে অভিনয় এর পাশাপাশি চাকরি না করে, টিকটকে নাচতাম, জিম করতাম, আর ব্যাকা হয়ে দাঁড়িয়ে পশ্চাৎদেশের মিরর সেলফি দিতাম। এই দেশে অ্যাটেনশনের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, আমিও জানি, আপনারাও জানেন। আমি এখন ব্যক্তিগতভাবে খুব কঠিন ও সংকটপূর্ণ একটা সময় পার করছি।’’ 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad