বড়লেখায় নিজ শয়নকক্ষ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তারেক আহমদ (১৯) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তারেক আহমদ বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মুছেগুল গ্রামের মৃত লতিফ উদ্দিনের ছেলে এবং তিনি স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন। স্বজনরা তারেকের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারেক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন, তা এখনো পরিষ্কার নয়। শনিবার বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ রহমান

মন্তব্য করুন: