মিথ্যা গুজবে নিরাপত্তাহীনতায় দেবচন্দ্রিমা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় নিজের শহরেই অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়েছেন। সম্প্রতি তিনি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে জানান, বর্তমানে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিনেত্রীর দাবি, তার ব্যক্তিজীবন নিয়ে নানা মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে পুলিশের সহায়তা নিতে বাধ্য হয়েছেন।
দেবচন্দ্রিমা লিখেছেন, ‘নিজ বাড়িতে এমন হেনস্তার শিকার হব, তা কোনো দিন ভাবিনি। আজ মনে হচ্ছে জন্মভূমিই আমার কাছে অপরিচিত হয়ে গেছে।’
বর্তমানে কলকাতা পুলিশের সহযোগিতায় তার জন্য দেহরক্ষীর ব্যবস্থা করা হয়েছে। যদিও এ নিয়ে অস্বস্তি প্রকাশ করে তিনি বলেন, দেহরক্ষী নিয়ে চলাফেরা তার পছন্দ নয়, তবে পরিস্থিতি বিবেচনায় বিকল্পও নেই। যদি অবস্থার উন্নতি না হয়, তবে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথাও ভেবেছেন অভিনেত্রী।
এ রহমান

মন্তব্য করুন: