মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা রাজন গ্রেফতার

মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দেন বলে গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ নিশ্চিত করে। শনিবার দিবাগত রাতে (১৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি। তিনি গ্রেফতার এড়াতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন।
তাহির আহমদ

মন্তব্য করুন: