কক্সবাজারের ছাত্রলীগ নেতা মৌলভীবাজার থেকে গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ও সদর থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি রাজিবুল ইসলাম মোস্তাককে (২৯) গ্রেপ্তার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শেরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস।
পুলিশ জানায়, রাজিবুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তাহির আহমদ

মন্তব্য করুন: