লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
Post Top Ad

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

প্রথম ডেস্ক

১৮/০৯/২০২৫ ১৪:২৯:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অবৈধভাবে লিবিয়ায় গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার হয়ে ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলী, লিবিয়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ১৭৬ জনের মধ্যে ১৭২ জন ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৪ জন আইওএম-এর আশ্রয় কেন্দ্রে ছিলেন।


প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায়, এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সকলকে আহ্বান জানান।


আইওএম-এর পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী, মেডিকেল চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।


ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।


এই ঘটনা অবৈধ অভিবাসনের বিপদ তুলে ধরেছে। সরকারি কর্মকর্তারা সতর্কবাণী জারি করে বলেছেন, এমন ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে নিয়মিত চ্যানেলের মাধ্যমে প্রবাসী হওয়াই নিরাপদ।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad