নবীগঞ্জে কসাইখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ ও ফিটনেস সনদ ছাড়া গরু জবাইয়ের অভিযোগে এক কসাইখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সাইফুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারায় ট্রেনিং ও সতর্ক করার পরও ফিটনেস সনদ ছাড়া গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আব্দুল গণির ছেলে আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুই মাসের মধ্যে কসাইখানার সার্বিক পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে এসিল্যান্ড প্রত্যয় হাশেম ও প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সাইফুর রহমান বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া মাংস বিক্রি চলতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এ রহমান

মন্তব্য করুন: