ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু রোববার

মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। বাংলাদেশ সময় রোববার (১৫ জুন) সকাল ৬টায় উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি মিশরের দল আল আহলির মুখোমুখি হবে।
এই টুর্নামেন্টে ছয়টি মহাদেশের ৩২টি দল ১২টি ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্লাব বিশ্বকাপ মূলত বিশ্বের শীর্ষ ক্লাবগুলোকে এক প্ল্যাটফর্মে একত্রিত করার আয়োজন। যদিও ফিফার প্রাক্তন সভাপতি সেপ ব্ল্যাটার এই টুর্নামেন্টকে ‘খারাপ ধারণা’ বলে অভিহিত করেছেন। তার দাবি, বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো তার রাজনৈতিক প্রভাব বাড়ানো এবং বিপুল রাজস্ব আয়ের লক্ষ্যে এটির আয়োজন করছেন।
টুর্নামেন্টে আটটি গ্রুপের প্রতিটিতে লড়ছে চারটি করে দল। গ্রুপ পর্বের প্রতিটি দল নিজ গ্রুপের অন্য দলের বিরুদ্ধে একক রাউন্ড-রবিন ফর্ম্যাটে একটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল রাউন্ড অফ ১৬-তে যাবে। এরপর, প্রতিযোগিতাটি নকআউট রাউন্ডের মধ্য দিয়ে ফাইনাল পর্যন্ত গড়াবে। তৃতীয় স্থান নির্ধারণে কোনো ম্যাচ হবে না।
গ্রুপ এবং দল:
গ্রুপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মিয়ামি
গ্রুপ বি: পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো, সিয়াটেল সাউন্ডার্স
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বেনফিকা, বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি
গ্রুপ ডি: ফ্লামেঙ্গো, চেলসি, এস্পেরেন্স, এলএ এফসি
গ্রুপ ই: রিভার প্লেট, ইন্টার মিলান, মন্টেরে, উরাওয়া রেড ডায়মন্ডস
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান হুন্ডাই, মামেলোদি সানডাউনস
গ্রুপ জি: ম্যান সিটি, জুভেন্টাস, ওয়াইদাদ, আল আইন
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, সালজবার্গ, আল হিলাল, পাচুকা
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: