ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “আমরা আশা করছি, সব রাজনৈতিক দল সুন্দর ও সুষ্ঠু নির্বাচন চাইছে। কমিশনের পক্ষ থেকে আমরা সবাইকে সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “কোনো দল যেন ফাউল খেলার জন্য মাঠে না নামে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ থাকবে।”
প্রতীক বরাদ্দ প্রসঙ্গে সিইসি জানান, এনসিপি ও বিপ্লবী দল প্রতীক বরাদ্দের জন্য চিঠি দিয়েছে। এ বিষয়ে আপত্তি দেখা যায়নি। তবে ‘শাপলা’ প্রতীক বিষয়ে তিনি বলেন, “শাপলা প্রতীকটি আগে নাগরিক ঐক্য দাবি করেছিল, কিন্তু তাদের দেওয়া হয়নি। পরে এনসিপি দ্বিতীয় দল হিসেবে প্রতীকটি চেয়েছে।”
নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
এ রহমান

মন্তব্য করুন: