হবিগঞ্জ পাসপোর্ট অফিসে সেনাবাহিনীর অভিযান: গ্রেফতার ৩

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাসপোর্ট অফিস এবং আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অফিসের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারী উসমান গনি ও উমেশ পালকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাজা দেওয়ার সুযোগ না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।
জানা যায়, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। টাকা ছাড়া এ অফিস থেকে কোনো ধরনের সেবা পাওয়া যায় না — এমন অভিযোগ করেছেন জেলা ও উপজেলা থেকে পাসপোর্ট করতে আসা ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, টাকা দিলে সব সম্ভব, আর না দিলে হয়রানি।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এবং অফিসটি যেন দালালমুক্ত হয় — এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: