পর্যটন দিবসে সাদাপাথরে নৌকা ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Post Top Ad

পর্যটন দিবসে সাদাপাথরে নৌকা ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২৭/০৯/২০২৫ ১৩:৪৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে নৌকা ভাড়ায় বিশেষ ছাড় ঘোষণা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। দিবসটিকে স্মরণীয় করে রাখতে আগামী ২৭ সেপ্টেম্বর সাদাপাথরে আগত পর্যটকরা নৌকা ভাড়ায় পাবেন ২৫ শতাংশ ডিসকাউন্ট। এ ছাড়া প্রতিবন্ধী ও শিশুদের জন্য সেদিন নৌকা যাত্রা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন উন্নয়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি উপলক্ষে নৌকা ঘাট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার উদ্যোগও নিয়েছে উপজেলা প্রশাসন।


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, “পর্যটন দিবস উপলক্ষে আমরা নৌকা ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দিয়েছি। শিশু ও প্রতিবন্ধীদের জন্য নৌকা ভ্রমণ রাখা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া পর্যটনকেন্দ্র পরিচ্ছন্নতা ও পর্যটনবান্ধব নানা কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad