শারদীয় দুর্গাপূজায় সিলেট সীমান্তে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
Post Top Ad

শারদীয় দুর্গাপূজায় সিলেট সীমান্তে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৭/০৯/২০২৫ ২৩:০৯:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ব্যাটালিয়নের আট প্লাটুন সদস্য জেলার ৫২টি পূজামণ্ডপে মোতায়েন করা হয়েছে। উদ্দেশ্য—সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলার উৎসব। পূজা যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সেই লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।”

একইসঙ্গে সিলেট জেলার ১৯, ২৮ ও ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত ও সংবেদনশীল এলাকায় টহল, নজরদারি ও জরুরি সাড়া ব্যবস্থা জোরদার করেছেন।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্তবর্তী সব পূজামণ্ডপে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় আছে। এ কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছে। আমরা চাই উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন হোক।”

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, “নিরাপত্তা আমাদের মূল অগ্রাধিকার। উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আমরা সর্বদা প্রস্তুত।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad