চুনারুঘাট সড়কে মেছো বিড়ালের মৃতদেহ!
Post Top Ad

চুনারুঘাট সড়কে মেছো বিড়ালের মৃতদেহ!

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২৯/০৯/২০২৫ ১৪:১৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চুনারুঘাটের সড়কে প্রাণ গেল মেছো বিড়ালের। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আবাদগাঁও গ্রামের সামনে রাস্তায় মেছো বিড়ালের মৃত দেহটি পরে থাকতে দেখা যায়।গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চুনারুঘাট বাল্লা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী জানায়, খাদ্যের সন্ধানে ভোরবেলা মেছো বিড়ালটি সড়কের পাশে চলে আসে। রাস্তা পারাপারের সময় সিএনজি গাড়ির ধাক্কায় বিড়ালটি মারা যায়।


চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সভাপতি ইউনুস মিয়া তালুকদার বলেন, হাওরে ও বনে-জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাসস্থানের অভাবে এসব প্রাণী ক্রমশ লোকালয়ে চলে আসছে। ফলে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে।


বন্যপ্রাণী জীববৈচিত্র্য রক্ষা বিভাগীয় কর্মকর্তা (মৌলভীবাজার) বলেন, জন সচেতনতার কারণে ম্যাচু বিড়ালটিকে বাঘ মনে করে মেরে ফেলা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘আমি ফেসবুকে দেখেছি, ঢাকা যাচ্ছি বিধায় প্রাণিটির খোঁজখবর নিতে পারিনি। তবে আমার ধারণা কেউ প্রাণীটিকে মেরে রাস্তায় ফেলে রাখতে পারে।’

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad