মাধবপুরে অগ্নিকাণ্ড, ৫ টি ঘর পুড়ে ছাই

হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ৫ টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হাসিমপুর গ্রামের রনজিত সুত্রধরের বাড়িতে সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছাড়িদিকে ছড়িয়ে পড়ে। এতে ৫ টি বসতঘর পড়ে যায়। এই সময় ঘরে থাকা ২ টি গরু পুড়ে মারা যায়।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন করে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিব উদ্দিন ভুইয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন ,আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যায়নি।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: