নবীগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
Post Top Ad

নবীগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০১/১০/২০২৫ ০০:০২:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর থেকে নিখোঁজের তিন দিন পর আবিদুর রহমান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় নুরুল গণি চৌধুরী সোহেলের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আবিদুর রহমান উপজেলার আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে আবিদুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন সর্বত্র খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তবে এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। মঙ্গলবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই সাদরুল আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অন্যদিকে, নিহতের পরিবার অভিযোগ করেছেন, পূর্ব আক্রোশের জেরে পরিকল্পিতভাবে আবিদুর রহমানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে রাখা হয়েছে। তারা এ ঘটনায় আইনগত সহায়তা কামনা করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad