মাধবপুরে শান্তিপূর্ণভাবে পালিত সপ্তমী-অষ্টমী, নবমীতে দর্শনার্থীদের ভিড়
Post Top Ad

মাধবপুরে শান্তিপূর্ণভাবে পালিত সপ্তমী-অষ্টমী, নবমীতে দর্শনার্থীদের ভিড়

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

০১/১০/২০২৫ ১৮:৪৭:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমী সম্পন্ন হয়েছে। নবমীর শুরুতেই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে।

বুধবার সকাল থেকে মণ্ডপগুলোতে পূজা-অর্চনা শুরু হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন এবং দুপুরে ভক্ত ও আগত অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অষ্টমীর রাতে মাধবপুর পৌর শহরের প্রতিটি পূজামণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষ প্রিয়জনকে সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে মেতে ওঠেন।

এবার মাধবপুর উপজেলায় মোট ১১৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌর এলাকায় ১৪টি এবং পৌর শহরের বাইরে ৯৯টি মণ্ডপে পূজা চলছে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে।

মাধবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য বলেন, “এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শান্তিপূর্ণভাবে শেষ হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে তার জন্য আমরা কৃতজ্ঞ।”

মাধবপুর থানার ওসি সহিদউল্লাহ জানান, “আগামীকাল বিজয়া দশমী শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad