সিলেট-রাজনগর আঞ্চলিক সড়ক
ছাতকের এসিল্যান্ডের গাড়িচাপায় মদন মোহন কলেজের কর্মচারীর মৃত্যু

সিলেট-রাজনগর আঞ্চলিক সড়কে সহকারী কমিশনারের (ভূমি) গাড়ির ধাক্কায় আশিষ কুমার দাস বিনয় (৫৫) নামের এক কলেজকর্মচারী নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে রাজনগর উপজেলার চেলারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় সিলেটের সরকারি মদন মোহন কলেজের অফিস সহকারী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ সেদিন ভোরে সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনে ওঠার কথা ছিল। কিন্তু সময়মতো না পৌঁছাতে ট্রেন মিস করলে তিনি সরকারি গাড়ি (সুনামগঞ্জ-থ-১০-০০১৩) নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে ওই গাড়ি বিনয়ের মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত বিনয়কে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ওসি মো. মোবারক হোসেন খান বলেন, “ছাতকের এসিল্যান্ডের গাড়িটি ছাতক ফেরার পথে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। আমরা গাড়ি ও মোটরসাইকেল জব্দ করেছি। গাড়িচালক আলবাব হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।”
এদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
এ রহমান

মন্তব্য করুন: