জকিগঞ্জে প্রতিমা বিসর্জনে মানুষের মিলনমেলা

সিলেটের জকিগঞ্জে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা বের হয়ে সীমান্ত নদী কুশিয়ারার কাস্টমঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ ভিড় জমায় কাস্টমঘাটে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের এ মিলনমেলায় ঢাক-ঢোল, কাসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিসর্জনস্থল। দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহন করে আসা জকিগঞ্জে এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হয়।
কাস্টমঘাটে প্রতিমা নিরঞ্জন মঞ্চে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ শাখার সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ। সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
এ বছর জকিগঞ্জ উপজেলার ৮৭টি পূজামণ্ডপে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। প্রতিমা বিসর্জন ঘাটে ভক্তদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।
এ রহমান

মন্তব্য করুন: