নবীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা দুলাল গ্রেফতার
Post Top Ad

নবীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা দুলাল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০২/১০/২০২৫ ২৩:৩৮:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে দুলাল মিয়া নামে এক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশে এসআই সুমন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত দুলাল মিয়া উপজেলার দেওতৈল গ্রামের মছব্বির মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন। এ সময় অনেক মানুষ নির্যাতন ও অত্যাচারের শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন।

ওসি মো. কামরুজ্জামান বলেন, “ডেভিল হান্ট অভিযান চলমান রয়েছে। এলাকায় যেসব সন্ত্রাসী, অত্যাচারী ও অপরাধী ‘ডেভিল’ হিসেবে পরিচিত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad