মাধবপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন শুরু হয়। বিসর্জনের আগে ভক্তরা ঢাক-ঢোল, কাসর ও শঙ্খধ্বনিতে নেচে-গেয়ে আনন্দ করেন। মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় সিদুরখেলা, যেখানে নারী-পুরুষ সবাই উৎসবে অংশ নেন।
এ বছর মাধবপুর উপজেলায় মোট ১১৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পৌর শহরে ১৪টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর নজরদারিতে। মণ্ডপগুলোতে নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় ছিলেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
এ রহমান

মন্তব্য করুন: