সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে সকালে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। ঘাতক স্বামীর নাম রেজাউল করিম এবং নিহত স্ত্রীর নাম সাহিদা বেগম (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী রেজাউল করিমের সাথে স্ত্রী সাহিদা বেগনের দীর্ঘদিন থেকে কলহ চলে আসছিলো। ধারণা করা হচ্ছে এর সূত্র ধরেই সাহিদাকে খুন করেছেন রেজাউল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করেছে।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, হত্যাকান্ডের কারন অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: