বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মোবাইল ক্লিনিক

মৌলভীবাজার জেলার বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মোবাইল ক্লিনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) পৌরশহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই বড়লেখা ফাউন্ডেশন ইউকে সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ক্যাম্পে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং (ভায়া ও সিবিই), এনাল ফিসার, অর্শ্ব, পাইলস, ফিস্টুলা স্ক্রিনিং, রক্তশূন্যতা পরীক্ষা (HB% Test), ডায়াবেটিস পরীক্ষা (RBS Test), প্রাথমিক ওষুধ প্রদান, চিকিৎসা-পরবর্তী ফলোআপসহ নানাবিধ সেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. তুষতি রাণী দে ও ডা. শাবণী রাণী দে সহ মোট ৮ জন চিকিৎসক। এসময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম, দেলোয়ার হোসেন, সোহান মাহমুদ, তুহিন আহমদ, রেদোয়ান আহমদ ও রাহিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিশু শিক্ষা একাডেমির সভাপতি সাংবাদিক খলিলুর রহমান, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অফিস সহকারী রেজাউল ইসলাম মিন্টু, বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহতাব উদ্দিন ও ফখরুল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী শাহরিয়ার ফাহিম, জমির উদ্দিন এবং কামরুল ইসলাম প্রমুখ।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: