কমলগঞ্জে বজ্রপাতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক ইউপি চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ফজলুর রহমান। সোমবার (৬অক্টোবর) দুপুরে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামে এ ঘটনাটি ঘটে।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: আব্দুল্লাহ। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে ঘাস কাটতে যান। হঠাৎ করে আড়াই থেকে তিনটার দিকে প্রচন্ড বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এর পর পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হলে বিকেল চারটার দিকে বাড়ির পাশে ধানি জমিতে তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান। যেখানে তিনি পড়েছিলেন সেখানে ধানের আগা ও কয়েক গোছা কাটা ঘাসও পাওয়া যায়। জমিতে পানিও ছিল। তিনি আরও জানান, তার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছে, উনি অত্যন্ত ফর্সা সুন্দর মানুষ ছিলেন।
৩নং ইউপি সদস্য মো: আব্দুল্লাহ জানান, মৃত মো: ফজলুর রহমান ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। নির্বাচিত চেয়ারম্যান সুলেমান মিয়ার উপর মামলা হলে তিনি পরাতক থাকায় বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, মৃত্যুর বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তবে কি কিভাবে মৃত্যু হয়েছে এখনও তিনি নিশ্চিত না।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: