মাধবপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
Post Top Ad

মাধবপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৮/১০/২০২৫ ১৬:৩৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বীন কাশেম এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ইছমাইল তালুকদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ৩ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad