জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখা। সভায় প্রধান আলোচক হিসেবে বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলার সভাপতি মো. শাহীন আলম বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, বহুবিবাহ, ধর্ষণ প্রতিরোধ এবং আইনি সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “বাল্যবিবাহ এমন একটি বিয়ে যেখানে ছেলে বা মেয়ের বয়স আইন অনুযায়ী পূর্ণ হয়নি। ছেলেদের বৈধ বিয়ের বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। সচেতনতার অভাবে এখনো অনেক গ্রামে বাল্যবিয়ে ঘটছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।”
তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে অশালীন অঙ্গভঙ্গি বা খারাপ আচরণ ইভটিজিং হিসেবে গণ্য হয়। এ অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণও গুরুতর অপরাধ। অনেক নারী আইনি সহায়তা না জানায় সময়মতো বিচার পান না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সাংবাদিক আব্দুল আহাদ। তিনি বলেন, “সাংবাদিক হিসেবে আমি সমাজের সব শ্রেণির মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন করতে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ নুর, দপ্তর সম্পাদক এনামুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাদিকুর রহমান স্বাধীন, সাবিনা আক্তার, জান্নাত আত্তার, অসিম তালুকদার ও মো. আশিক নুর প্রমুখ।
এ রহমান

মন্তব্য করুন: