দিরাইয়ে উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
Post Top Ad

দিরাইয়ে উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১০/১০/২০২৫ ২০:২১:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার উমেদনগর গ্রামে উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রশিদ মিয়া এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে-শাওয়াজ ও দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা বোরহান উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শোয়াইব আহমাদ খান বলেন, “শুধু জমি দিয়ে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এলাকাবাসীকে আরও বড় দায়িত্ব নিতে হবে। স্কুলে মেয়েদের নিয়মিত আসা-যাওয়ার বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে হবে। আপনাদের সহযোগিতায় এই বিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মেয়েদের অবহেলা করার সময় শেষ, তারা এখন দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে। আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ খান, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ, নুরুজ্জামান সর্দার, সাবেক ইউপি সদস্য আছাব উদ্দিন, গোলাপ মিয়া, মনসুর মিয়া ও তোফায়েল আহমদ প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad