দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

সুনামগঞ্জের দিরাইয়ে তানহা নামের দেড় বছরের এক শিশু নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌর শহরের বাজার ব্রিজের নিচে নৌকা ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিখোঁজ তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির একমাত্র কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটির মা সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি যাত্রীবাহী নৌকায় ওঠেন। নৌকায় উঠেই মেয়েকে একটি কলা দেন এবং ব্যাগ গুছাতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় তানহা মায়ের অগোচরে পেছনের দিক দিয়ে নৌকার জানালা দিয়ে চামটি নদীতে পড়ে যায়। কিছু সময় পর মেয়েকে না দেখে খোঁজাখুঁজি শুরু করলে ঘটনা বুঝতে পারেন মা।
ঘটনার পর মুহূর্তেই শিশুটির মায়ের আহাজারিতে নৌকা ঘাট এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এখানে ডুবুরি না থাকায় জেলা ফায়ার সার্ভিস টিমকে ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।”
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।”
এ রহমান

মন্তব্য করুন: