দোয়ারাবাজারে জামায়াতের কর্মশালা
দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) দোয়ারাবাজার উপজেলা সদরের মা-কমিউনিটি সেন্টারে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগরী শুরা ও কর্মপরিষদের সদস্য এবং সুনামগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, আসন কমিটির পরিচালক এডভোকেট রেজাউল করিম তালুকদার এবং নির্বাচন স্মার্ট টিমের পরিচালক এডভোকেট সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি বলেন, “জামায়াতে ইসলামী জনতার দল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। ছাতক–দোয়ারাবাজার অঞ্চলে রাস্তাঘাটের অবস্থা করুণ, স্বাস্থ্যসেবায় অব্যবস্থা ও শিক্ষাক্ষেত্রে গুণগত উন্নয়নের অভাব চোখে পড়ে। আমরা নির্বাচিত হলে এই অনুন্নয়ন চিত্র পাল্টে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করব।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপসহীনভাবে কাজ করব।”
কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, দিলোয়ার হোসেন, জাহারুল ইসলাম ও আব্দুল হান্নান প্রমুখ।
এ রহমান

মন্তব্য করুন: