নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ
Post Top Ad

নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ

প্রথম ডেস্ক

১৭/০৬/২০২৫ ১০:৩৯:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩০ সেপ্টেম্বর ভারতের মাটিতে পর্দা উঠছে এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা।


বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল গ্রুপ পর্বে কমপক্ষে সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশের নারী দলও নিশ্চিতভাবে খেলবে অন্তত সাতটি ম্যাচ। প্রথম ম্যাচেই টাইগ্রেসদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ২ অক্টোবর কলম্বোতে মাঠে নামবে দুই দল। ভারতের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও পাকিস্তান দল নিরাপত্তাজনিত কারণে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে, হাইব্রিড মডেলে।


বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৭ অক্টোবর গুয়াহাটিতে। এরপর ১০ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি হবে ভাইজাগে। একই ভেন্যুতে ১৩ ও ১৬ অক্টোবর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।


২০ অক্টোবর কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।


সেমিফাইনাল দুইটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ অক্টোবর গুয়াহাটি এবং বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে, তবে ম্যাচগুলো স্থানান্তরিত হবে কলম্বোতে। এবারের ফাইনাল হবে ২ নভেম্বর, বেঙ্গালুরুতে।


বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ নারী দল এরই মধ্যে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। প্রস্তুতি, কৌশল ও দলের সমন্বয় সব দিক থেকেই নিজেদের সেরা ফর্মে তুলে ধরার চেষ্টা করছে তারা।


বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচসমূহ:

* ২ অক্টোবর: বনাম পাকিস্তান (কলম্বো)

* ৭ অক্টোবর: বনাম ইংল্যান্ড (গুয়াহাটি)

* ১০ অক্টোবর: বনাম নিউজিল্যান্ড (ভাইজাগ)

* ১৩ অক্টোবর: বনাম দক্ষিণ আফ্রিকা (ভাইজাগ)

* ১৬ অক্টোবর: বনাম অস্ট্রেলিয়া (ভাইজাগ)

* ২০ অক্টোবর: বনাম শ্রীলঙ্কা (কলম্বো)

* ২৬ অক্টোবর: বনাম ভারত (বেঙ্গালুরু)


আগাম প্রস্তুতি ও মনোযোগী পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ নারী দল এবারের বিশ্বকাপে চমক দেখাবে বলে আশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad