কামাল লোহানীর পঞ্চম প্রয়াণ দিবসে উদীচী যুক্তরাষ্ট্র সংসদের শ্রদ্ধাঞ্জলি

ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ দেশবরেণ্য ব্যক্তিত্ব কামাল লোহানীর ৫ম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ গভীর শ্রদ্ধা ও অন্তর নির্ভর ভালোবাসা জানিয়েছে।
এই উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ এক যৌথ বিবৃতিতে বলেন, “কামাল লোহানী ছিলেন আমাদের প্রেরণার উৎস। তিনি ছিলেন এমন এক মানুষ, যাঁর জীবন দর্শন ছিল শোষণহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম। উদীচীর প্রতিটি কর্মী তাঁর আদর্শের ধারক ও বাহক।”
এছাড়াও তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে—প্রজ্ঞা ফাউন্ডেশন ইউ এস এ ইনক, বণ্হিশিখা, Bengali International Literary Society (BILS), নাভা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জ্যামাইকা শাখা ও ব্রঙ্কস শাখা। সংগঠনগুলোর পক্ষ থেকে কামাল লোহানীর প্রগতিশীল চিন্তাধারার আলোকে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ ও সাংস্কৃতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ২০ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামাল লোহানী। তিনি ছিলেন দেশের সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র এবং একাধারে রাজনীতিবিদ, সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতি ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে বাংলা সংস্কৃতি ও গণতান্ত্রিক আন্দোলন চিরতরে হারিয়েছে এক নিবেদিতপ্রাণ অগ্রদূতকে।
“তাঁর দেখানো পথে চলাই হলো তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা”—এই প্রতিপাদ্যে উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মসূচি শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
নীরব চাকলাদার

মন্তব্য করুন: