১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘অন্যদিন…’

দীর্ঘদিন ধরে আটকে থাকার পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘অন্যদিন…’। নির্মাতা কামার আহমাদ সাইমনের আলোচিত এই সিনেমাটি আগামী ১১ জুলাই থেকে টানা সাত দিন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
জানা গেছে, ‘অন্যদিন…’ ইতোমধ্যে অংশ নিয়েছে ইডফা, কান, লোকার্নো, সিডনি, জুরিখসহ বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র উৎসবগুলোতে। পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসাও। তবে দেশের সেন্সর বোর্ডের আপত্তির কারণে সিনেমাটির মুক্তি এতদিন ধরে স্থগিত ছিল।
সিনেমাটির প্রযোজক সারা আফরীন জানিয়েছেন, ‘অন্যদিন…’ ২০১৪ সালে সানড্যান্স থেকে প্রজেক্ট গ্রান্ট পায় এবং ২০২১ সালে ইডফায় এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় এর আন্তর্জাতিক সফর। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে এর ভাষ্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় বারবার পিছিয়ে যায় ছবিটির মুক্তি।
পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, “একটা সিনেমাকে গায়েব করে দেওয়া মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। এবার সেই গুম থেকে মুক্তি মিলছে।”
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: