ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল
Post Top Ad

টি-টোয়েন্টি সিরিজ

ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল

প্রথম ডেস্ক

১৬/০৭/২০২৫ ১৫:১৩:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একাংশ। বুধবার (১৬ জুলাই) সকালে দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছায় তারা। দলের বাকি অংশ ঢাকায় পা রাখবে বিকেল পাঁচটায়।


গত মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এবারের সিরিজটি কোনো আন্তর্জাতিক সূচির (এফটিপি) অংশ নয়, দুই দেশের বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আয়োজন করা হয়েছে।


তবে এই সফরে পাকিস্তান দলে নেই বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা ক্রিকেটার। এই সিরিজে বিশ্রামে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। ইনজুরির কারণে খেলতে পারছেন না হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাদাব খান। ফলে এবারের ১৫ সদস্যের দলে রয়েছেন বেশ কিছু নতুন মুখ। বিশেষ করে দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন।


দশ দিনের এই সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। ২৫ জুলাই ঢাকায় সফর শেষ করে দেশে ফিরবে পাকিস্তান দল।


এদিকে, সিরিজের টিকিট বিক্রি চলছে অনলাইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট কেনা যাচ্ছে। একজন দর্শক একটি নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতিটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা এবং সর্বোচ্চ ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে বিক্রয়শেষে অবশিষ্ট টিকিট মিলবে স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে।


পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad