`আহা বিপ্লব! আহা চেতনা!’
Post Top Ad

`আহা বিপ্লব! আহা চেতনা!’

প্রথম ডেস্ক

৩০/০৫/২০২৫ ১১:০৯:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এ ছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এর আগে আরো একাধিক উপদেষ্টার পিএ-পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এসব অভিযোগের তদন্তকাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


পিএ-পিএসদের বিরুদ্ধে উঠা এসব অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার এ নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘চিন্তা করা যায়! মাত্র কয়েক মাস সুযোগ পেয়ে একটি প্রতিষ্ঠান থেকেই দেড়শ কোটি টাকা লোপাট করেছে!

আহা বিপ্লব! আহা চেতনা!’

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad