অনির্বাচিত ব্যক্তিরা বিদেশ থেকে এসেছেন: মেজর হাফিজ
Post Top Ad

অনির্বাচিত ব্যক্তিরা বিদেশ থেকে এসেছেন: মেজর হাফিজ

প্রথম ডেস্ক

২০/০৮/২০২৫ ০৮:০৩:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংশোধন করে, কিন্তু বাংলাদেশে অনির্বাচিত ব্যক্তিরা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই অনির্বাচিত ব্যক্তিরা বিদেশ থেকে এসেছেন এবং তাদের গত ১৭ বছরের কোনো রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ নেই।


মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মেজর হাফিজ ইঙ্গিত দেন যে, আগামী কয়েকদিনের মধ্যে দেশে ‘অদ্ভুত এক ঘটনা’ ঘটতে চলেছে।


তিনি আরও বলেন, একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন জিয়াউর রহমান, যখন অন্যান্য রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল।


মেজর হাফিজ বলেন, মাথাপিছু আয় দিয়ে বাংলাদেশকে দরিদ্র বলা হলেও দেশের তারুণ্যের শক্তি অনেক পরাশক্তির চেয়ে বেশি। তিনি বলেন, গণতন্ত্রের জন্য নিরস্ত্র হয়ে বুলেটের সামনে বুক পেতে দেওয়ার মতো উদাহরণ পৃথিবীতে খুব বেশি নেই যা বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তাই আমাদেরও গর্ব করার মতো অনেক কিছু আছে।


স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সহ অন্যরা।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad