কোম্পানীগঞ্জে সরকার বাহিনীর তাণ্ডব, অবাধে চলছে বালু লুট
Post Top Ad

দুটি গ্রাম,স্কুল ও মাদরাসা বিলীনের পথে

কোম্পানীগঞ্জে সরকার বাহিনীর তাণ্ডব, অবাধে চলছে বালু লুট

তাহির আহমদ

২৫/০৮/২০২৫ ১৮:১১:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পাথর কাণ্ডের ঘটনায় সিলেট যখন তোলপাড়, তখন কোম্পানীগঞ্জে অবাধে চলছে বালু লুটপাটের মহা ধ্বংসযজ্ঞ। প্রতিদিনই ৪০ থেকে ৫০ টি নৌকা করে বালু বিক্রয় চলছে নির্বিঘ্নে। উপজেলার ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুটি গ্রামের মধ্যবর্তী স্থানের নাম বালুর চর। যার একপাশে রয়েছে একটি স্কুল, মাদরাসা এবং দুই গ্রামের হাজারো মানুষের বসতভিটা। সেই স্থানে বালু উত্তোলনের নেপথ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এই চক্রের নাম সরকার বাহিনী। সরকার বাহিনীর তাণ্ডবে আতঙ্কিত দুটি গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই কারো। ফলে সরকার বাহিনী লিজ বহির্ভুত জায়গা থেকে প্রতিদিন অবাধে বালু উত্তোলন করছে নদীর তলদেশ থেকে। ফলে নদী নাব্য হারিয়ে ভাঙ্গনের কবলে। এই চক্রের দাবি-থানা পুলিশ ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করেই তারা বালু উত্তোলন করছে। দৃশ্যটি ভিডিও করতে গেলে বালু খেকো চক্রের গড ফাদার সরকার বাহিনীর প্রধান হোতা গিয়াস উদ্দিন সরকার তার দল বল নিয়ে ভিডিও ধারণকারীকে মারতে আসেন। 


স্থানীয়রা জানিয়েছেন, সরকার বাহিনী প্রতিদিন বেপরোয়া বালু উত্তোলন করে যাচ্ছে। আজ সোমবার (২৫ আগষ্ট) সরেজমিন পরিদর্শনে গিয়েও একই অবস্থা দেখা গেছে। দিনে-এবং রাতে প্রকাশ্যে চলছে তাদের এই অবৈধ কার্যক্রম। ফলে ঢালারপাড় গ্রামের মানুষ শঙ্কিত হয়ে উঠছেন। ধারণকৃত ভিডিও চিত্রে দেখা যায়, বালু উত্তোলন করার ফলে নদীর পাড় ক্রমশ ভেঙ্গে যাচ্ছে। ফলে দুটি গ্রাম বিলীন হয়ে যেতে পারে যে কোন সময়। অনেক বাড়ির সামন পর্যন্ত ভাঙ্গন দশার চিত্র দেখা গেছে। একই সাথে একটি স্কুল ও মাদরাসাও এখন হুমকীর সম্মুখীন। 


বালু শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, এই চক্রের সাথে জড়িতরা হলেন,উপজেলার ২ নং ইসলাম পুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে আলা উদ্দিন সরকার, গিয়াস উদ্দিন সরকার, হেলাল সরকার,,জাকির সরকার, বাছিদ মিয়া সরকার, আশুক মিয়া সরকার,আবেদ আলী সরকার, পিতা আলা উদ্দিন সরকার, মৃত আব্দুল জাব্বার মোড়লের ছেলে আব্দুল আজিজ, রিপন মিয়া, আবদুল আজিজের ছেলে  শুক্কুর, মৃত হারিস মিয়ার ছেলে বরকাত মিয়া, মৃত ইসমাইল ভান্ডারির ছেলে আমির হুসেন এবং দক্ষিন ঢালার পাড়ের নান্নু মিয়া সাবেক মেম্বার,মাসুক সরকার।


এ ব্যাপারে অভিযুক্ত গিয়াস উদ্দিন সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় মন্তব্য আদায় করা সম্ভব হয় নি। একই ভাবে কল রিসিভ করেন নি কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। 




মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad