হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩
Post Top Ad

মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২১/০৯/২০২৫ ১৮:৫২:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে মিজানুল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আমতলী বাজার এলাকায় চুনারুঘাট–মাধবপুর পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুল হক বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মেহেরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি মোটরসাইকেল ও টমটমের মধ্যে সংঘর্ষ হয়। এরপর আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করে। ঘটনাস্থলেই মিজানুল হক মারা যান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad