কোম্পানীগঞ্জে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালীবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব
Post Top Ad

কোম্পানীগঞ্জে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালীবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৫/১০/২০২৫ ২৩:১৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উৎসবমুখর পরিবেশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল ম্যাচ। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর খেলায় টাইব্রেকারে ৫–৪ গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে কালীবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব।

ফাইনালে মুখোমুখি হয় কালাইরাগ সূর্যোদয় ক্লাব ও কালীবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে জয়লাভ করে কালীবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার পান কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সাকিল আহমেদ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিফতাহ্ সিদ্দিকী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, তেলিখাল ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, বিএনপি নেতা জুয়েল আহমেদ, শাহ নেওয়াজ লিটন, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইকবাল হোসেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন রশীদ ও এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমীন সারওয়ার।

খেলার ধারাভাষ্য ও সঞ্চালনায় ছিলেন ভাটরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বনিক ও ওয়াহি রেজা। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন বাহার আহমেদ রুহেল। সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad