ছাতকের সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতকে সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন এবং সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন শান্ত। এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন, পৌরনীতি বিভাগের প্রভাষক এম সিতাব আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন এবং সহকারী শিক্ষক মাসুদ রানা।
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিক্ষাজীবনে সফলতার মূল চাবিকাঠি। উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যবসায় ও মনোনিবেশের মাধ্যমেই ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন সম্ভব। তাই শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে বলে তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক রুহুল আমিন, আইসিটি বিভাগের প্রভাষক ফজলুল হক তোফায়েল, সিনিয়র শিক্ষক মাওলানা একেএম মহিউদ্দিন, তপন চন্দ্র দাস ও জমির উদ্দিন প্রমুখ।
নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিউলি আক্তার, সায়মা আক্তার ও নাঈম আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র নাঈম আহমেদ।
এ রহমান

মন্তব্য করুন: