হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশাহিদ আলম মুরাদ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোশাহিদ আলম মুরাদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ একটি হোটেলে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মোশাহিদ আলম মুরাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে গিয়ে আমি বহু হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। দীর্ঘদিন কারাভোগ করেছি। দলের দুর্দিনে জনগণ ও কর্মীদের পাশে থেকেছি। তাই তৃণমূল নেতাকর্মী ও যুবসমাজের দাবির মুখেই নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত ত্যাগ-তিতিক্ষা পর্যালোচনা করলে দল অবশ্যই সুবিচার করবে বলে আমি আশাবাদী।”
এসময় তিনি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জের জনপ্রিয় নেতা আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে দায়েরকৃত ‘সাজানো মামলাগুলো’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ সুমন, ডালিম চৌধুরী, জাকারিয়া আহমেদ, রাকিব আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা নাবেদ মিয়া, আলাল মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুরাদ বলেন, “সর্বদিক বিবেচনায় দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি শতভাগ আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে থেকেই কাজ করবো।”
এ রহমান

মন্তব্য করুন: