তাহিরপুরে টাইফয়েড প্রতিরোধে মাসব্যাপী টিকাদান কর্মসূচি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে টাইফয়েড প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী ১২ অক্টোবর থেকে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক মাসব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ভ্যাকসিন পাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মোট ৫৬ হাজার ৪০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মাত্র ২৬ হাজার শিশুর।
ভ্যাকসিন প্রদান করা হবে উপজেলার প্রতিটি ইপিআই সেন্টার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে। এ কাজে স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ মিয়া বলেন, “টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। সময়মতো প্রতিষেধক টিকা না নিলে শিশুরা মারাত্মক জটিলতায় আক্রান্ত হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।”
তিনি আরও জানান, টিকা গ্রহণের জন্য প্রত্যেক শিশুর জন্ম নিবন্ধন সনদ আবশ্যক। যারা এখনও রেজিস্ট্রেশন করেনি, তারা দ্রুত স্বাস্থ্যকর্মীদের কাছে গিয়ে সনদ জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
অভিভাবকদের উদ্দেশে ডা. নাসাদ আহ্বান জানান, “নিজে সচেতন হোন, সন্তানকে টিকা দিন এবং অন্যকেও উৎসাহিত করুন।”
এ রহমান

মন্তব্য করুন: