চুনারুঘাটে বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Post Top Ad

চুনারুঘাটে বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৪/১০/২০২৫ ১৭:১৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মীরবাড়ি এলাকার একটি বাসা থেকে মোঃ তোরাব আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে চুনারুঘাট থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তোরাব আলী মিরাশী বড়বাড়ী এলাকার মৃত চেরাগ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাতুন্ডা মীরবাড়িতে আব্দুর শহিদের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং চুনারুঘাট বাজারের মদিনা কাচ্চি ডাইন হোটেলে প্রায় ৬-৭ মাস ধরে কাজ করতেন। শনিবার দুপুরে হোটেলের এক কর্মচারী তোরাব আলীকে কাজে আসার জন্য বাসায় গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে খবর দেন। পরে চুনারুঘাট থানার পুলিশ  ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বিছানায় তোরাব আলীর মরদেহ দেখতে পান। 


মরদেহ উদ্ধারের বিষয়টি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad