মাধবপুরে মাইক্রোবাস চালকের উপর মামলা-হামলার প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাইক্রোবাস চালক সমবায় সমিতির সদস্য আন্নর আলী কে নৃশংসভাবে পিটিয়ে আহত করার ঘটনায় মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে মাইক্রোবাস চালক সমবায় সমিতির উদ্যাগে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। মাইক্রোবাস চালক সমবায় সমিতির সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাসুম মিয়া, আহত আন্নর আলীর ভাই মন্নর আলী।
এই সময় বক্তারা বলেন, আন্নর আলী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পান্জা লড়ছে। আন্নর আলীর উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন বক্তারা।
এ রহমান

মন্তব্য করুন: